Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগার একাদশে যারা থাকছেন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ১২:০২ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


শ্রীলংকা সফরে যাওয়ার আগেই সাকিব আল হাসান ও লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। এরপর শ্রীলংকায় যাওয়ার ঠিক আগ মুহুর্তে  ইনজুরির কারণে ছিটকে গেছেন সীমিত ওভারের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই দশা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদিনের। তাই তাদের রেখেই লংকানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের একাদশ সাজাতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে।

স্বভাবতই ব্যাটিং-বোলিং অর্ডারে পরিবর্তন আসছে। যথারীতি ওপেন করবেন তামিম ও সৌম্য সরকার। তিন নম্বরে সুপারম্যান সাকিব না থাকায় সেই স্থানে নামবেন মোহাম্মদ মিঠুন। প্রিয় পজিশন চার ও পাঁচে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বমঞ্চে সেভাবে খেলার সুযোগ না পাওয়া সাব্বির রহমান ছয়ে ফিনিশিং টাচ দেবেন। সাতে বাকিটা সারবেন মোসাদ্দেক হোসেন। আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হচ্ছেন তাসকিন ও রুবেল হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

Bootstrap Image Preview