Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তুরস্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ ক্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

রাশিয়া থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এস-৪০০ ক্রয়ের কারণে তুরস্কের ওপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দেশটি যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ ক্রয়ে আলোচনা অব্যাহত রেখেছে। 

২৫ জুলাই এক ব্রিফিংয়ে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তারা বলেন, আমাদের বিমান ধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য আলোচনা চালানো হচ্ছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করায় বরাবরই ওয়াশিংটনের সমালোচনায় মুখর তুরস্ক। দেশটির দাবি, ওয়াশিংটন তাদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি না করায় একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে তাদের রাশিয়ার দ্বারস্থ হতে হতে হয়। 

Bootstrap Image Preview