Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ৮ ঘণ্টা পর বুড়িগঙ্গা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৯:২২ AM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৯:২২ AM

bdmorning Image Preview


নিখোঁজের ৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তার নাম ইমন (১১)।

শুক্রবার দুপুর ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে সমবয়সীদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মরাদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় থাকতো। ইমন স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ইমন নদীতে গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন থানায় ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়। বিকাল থেকে ডুবুরি দল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোঁজ ইমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Bootstrap Image Preview