বন্যার পানিতে ঝাঁপ দিয়ে ‘টিকটক’ ভিডিও তৈরি করছিল কয়েকজন কিশোর। এসময় আচমকাই একজন কিশোর পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তারই এক বন্ধু। যে প্রথমে তলিয়ে যাচ্ছিল, সে কোনওরকমে পাড়ে উঠে আসে। কিন্তু যে বন্ধু তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল, সে ডুবে যায়। তাকে আর কোনোভাবে বাঁচানো যায়নি। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙ্গা জেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার দ্বারভাঙ্গার কেওটি ব্লকে বন্যার পানিতে ঝাঁপিয়ে পড়ে স্ট্যান্ট দেখাচ্ছিল কাসিম নামে এক কিশোর। পাড়ে দাঁড়িয়ে মোবাইলে এই টিকটক ভিডিও ধারণ করছিল আফজল ও সিতারে নামে তার দুই বন্ধু। কাসিম বন্যার পানিতে ঝাঁপ দিয়ে আচমকা ডুবে যেতে থাকে। সে কোনও রকমে সাঁতার কেটে পানিতে ভেসে থাকার চেষ্টা করে। আফজল তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। কাসিম কোনও রকমে তীরে উঠে আসে। তার কিছুক্ষণ বাদে আফজল ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি টিম মঙ্গলবার পানি থেকে আফজলের দেহ উদ্ধার করে। তাদের মোবাইল থেকে বেশ কয়েকটি ভিডিও পাওয়া গিয়েছে। তাতে দেখা যায়, তারা এক এক করে বন্যার পানিতে ঝাঁপিয়ে পড়ছে। সেই ভিডিও তোলা হয় স্লো মোশনে। জেলা প্রশাসন থেকে স্থানীয় মানুষকে বলা হয়েছে, বন্যার জল থেকে দূরে থাকুন। কেউ যেন স্ট্যান্ট দেখাতে না যায়। দ্বারভাঙ্গার জেলাশাসক ত্যাগরাজন বলেন, আমরা বাবা-মায়েদের কাছে আবেদন জানিয়েছি, তারা যেন সন্তানদের প্রতি নজর রাখেন। কেউ যেন বন্যার পানিতে সেলফি তুলতে না যায়।