প্রবল বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ভারতের মুম্বাই। মুম্বাইয়ের আশপাশের কয়েকটি এলাকায় পানিতে ডুবে গেছে রেললাইন। ২ হাজার যাত্রী নিয়ে আটকে গেছে মুম্বাই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস। এ প্রেক্ষিতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন যাত্রীরা। এ অবস্থায় খাওয়ার পানি নেই, খাবারও নেই তাদের।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি শনিবার রাত ৩টা থেকে আটকে রয়েছে। বদলাপুর ও ভাঙ্গানি এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনটি আটকা পড়েছে। ওই জায়গা থেকে মুম্বাই আরও ১০০ কিলোমিটার দূরে। যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা। উদ্ধারকাজে এগিয়ে এসেছে নৌসেনাও।
রেলের জনসংযোগ কর্মকর্তা সুনীল উদাসি জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনাস্থলে আরপিএফ ও পুলিশ পৌঁছে গেছে। যাত্রীদের বিস্কুট, খাবার পানি দেওয়া হচ্ছে।
তিনি বলছেন, আমরা মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের অনুরোধ করেছি, কেউ যেন ট্রেন থেকে না নামেন। চারিদিকে পানি। এ কারণে ট্রেনই নিরাপদ আশ্রয়স্থল। পুলিশ, আরপিএফ ও অন্যান্য উদ্ধারকারী দল যাত্রীদের দেখভাল করার জন্য রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরামর্শ শুনুন ও ধৈর্য ধরুন।