রংপুরের পীরগাছায় জীবন্ত কৈ মাছ গলায় আটকে পাভেল রহমান (১৩) নামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতদরগা বাজারস্থ হরিচরণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় প্রতিবেশী আজিজুর রহমানের অটো রাইস মিলের হাউজে শখের বসে মাছ শিকার করতে যায়। প্রথমে সে একটি কৈ মাছ শিকার করে। পরে ওই কৈ মাছটি কামড় দিয়ে ধরে রেখে আরেকটি একটি মাছ শিকারের চেষ্টা করে। এ সময় মুখে রাখা জীবন্ত কৈ মাছটি পিছলে গলার ভিতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা জানিয়ে পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, মৃত পাভেল রহমান হরিচরণপাড়া গ্রামের প্রবাসী আব্দুল আউয়াল মিয়ার পুত্র। সে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।