আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বোর্ড পরিচালকদের সভা বসেছে। এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপ শেষে টাইগার দলের কোচিং স্টাফে এখন শূন্যতা। হেড কোচ ছাড়াও পেস ও স্পিন বোলিং কোচ নেই টাইগারদের। সেই সাথে নিয়োগ দেওয়া হবে নতুন ফিজিও।
কিন্তু আজকের সভায় সিদ্ধান্ত আসবে বোলিং কোচের বিষয়ে। সেই সাথে নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গেলো তিন বছর প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নুর স্থানে নতুন কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজন নিয়েও নানা সিদ্ধান্ত নেয়া হবে বোর্ড সভায়।