স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। শুধু হার নয়, 'স্লো ওভার' খেলানোর জন্য হারের সাথে জরিমানাও করা হয়েছে টাইগারদের।
'স্লো ওভার' করার জন্য টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নির্ধারিত সময়ের মধ্যে ৪৮ ওভার শেষ করে বাংলাদেশ। অর্থাৎ, নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেন তামিম ইকবাল।
পরে দুই ফিল্ড আম্পায়ার নিতিন মেনন, রবীন্দ্র ইউলিয়ামসারি এবং থার্ড আম্পায়ার মারাইস এরাসমাস অভিযোগ দায়ের করেন। এরপর আইসিরিস এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড টাইগারদের এই শাস্তি দেন।