ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা (২৫) নামে আরেক তরুণীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রুমানাকে গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুমানা বেনাপোলের বিশিষ্ট সিআ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।
বেনাপোল সমিতির সভাপতি শফি কদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।