Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সমান হতে পাকিস্তানের লাগবে ৫০ বছর, ইমরানকে পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চ্যালেঞ্জ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ১০ বছরে সুইজারল্যান্ড নয়, বাংলাদেশের সমান হয়ে দেখান। কারণ বাংলাদেশ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের সমান হতে আরও ৫০ বছর লাগবে।

শনিবার (২৭ জুলাই) দুপুর ২টায় সিলেট ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বের ৫টি অর্থনীতির প্রবৃদ্ধির দেশের মধ্যে বাংলাদেশ সম্ভাবনাময় একটি অর্থনীতির দেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ প্রতিবেশী রাষ্ট্র সমূহ থেকে অনেক এগিয়ে। দেশ এগিয়ে যাওয়ার পেছনে যুব সমাজের অনেক ত্যাগ আছে। একটি দেশের যুব সমাজ পারে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। যুব নেতৃত্বের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে যুব সমাজকে ক্ষমতায়ন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি নেতৃত্বে বৈষম্য দূর করে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

Bootstrap Image Preview