বিশ্বকাপের পরেই টাইগার দলের প্রধান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে চুক্তি শেষ করেছে বিসিবি। তাই তাঁর পরিবর্তে নতুন বোলিং কোচ হলেন দক্ষিণ সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্ট।
দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। ৪৪ বছর বয়সী ল্যাঙ্গেভেল্ট প্রোটিয়াদের হয়ে সাতটি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ১৬টি; ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১০০টি। এর আগে তিনি সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন।
শুধু তাই নয়, দলের অফ স্পিন কোচ সুনিল জোশওর সঙ্গেও চুক্তি শেষ করেছে বিসিবি। তাই তাঁর পরিবর্তে সাকিবদের স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।