মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের পরই পাকিস্তানের কাছে ফের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হবে বলে ঘোষণা করল পেন্টাগন। ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিতে এফ-১৬ এর ব্যবহারের ওপর আমেরিকা ২৪ ঘণ্টা নজর রাখবে বলে জানিয়েছে।
২০১৮-র জানুয়ারিতে পাকিস্তানকে প্রতিরক্ষা ক্ষেত্রে কোনওরকম সহযোগিতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্ত বজায় থাকছে বলেই জানিয়েছে পেন্টাগন।
তবে কোনও কোনও ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হচ্ছে এবং এর আওতায় যুদ্ধবিমান দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আমেরিকার বিদেশ নীতি ও সুরক্ষার শর্ত মেনেই পাকিস্তানকে যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রশাসনের।
আমেরিকার কাছ থেকে মোট ৫৪টি এফ-১৬ কিনবে পাকিস্তান। এর আগে ১৯৮২ সালে আমেরিকার কাছ থেকে প্রথম এফ-১৬ কিনেছিল দেশটি।
উল্লেখ্য, বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতে এফ-১৬ নিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।