বিমান বন্দর গোল চত্ত্বর এলাকা হতে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো- মো. রুহুল কুদ্দুস (৪৮), মো. মাসুদুল হক ওরফে আপেল (৪২), মো. লাবু মিয়া (৩২), মো. সুমন ভুইয়া ওরফ সুমা (৩৬), মো. জাহিদুল ইসলাম (২৮) ও মো. দুলাল মোল্লা (৫০)।
গোয়েন্দা উত্তর বিভাগ সূত্রে জানানো হয়, ২৭ জুলাই ২০১৯ বিকাল সাড়ে পাঁচটায় বিমান বন্দর গোল চত্ত্বর ফুটওভার ব্রীজের পূর্ব ও দক্ষিণ পাশের্^ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কোকাকোলা ওয়ান্ডার ইন রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির এই ৬ জন সদস্য কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ সময় তাদের হেফাজত হতে অত্যাধুনিক ভাবে তৈরী পিতলের বাট দ্বারা আটকানো ১টি ব্লেড, ২ পাতা (২০টি) ট্যাবলেট, ৭ পুরিয়া নেশা জাতীয় ঘুমের ঔষধ এর গুড়া, ৩ পিস খুরমা খেজুর, ২টি নীল রংয়ের মলমের কৌটা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের দলের সদস্যরা বিভিন্ন বেশে বিমান বন্দর গোল চত্ত্বর, ফুটওভার ব্রীজ, ব্রীজের পূর্ব ও দক্ষিণ পাশ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কোকাকোলা ওয়ান্ডার ইন রেস্টুরেন্ট এর আশ-পাশে অবস্থান নেয়। যাত্রীরা বিদেশে যাওয়া অথবা দেশে আসার সময় তাদের আত্মীয় স্বজনদের সাথে অত্যান্ত সু-কৌশলে প্রথমে ভিকটিমের সাথে মিষ্টি গল্প বলে দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে।
পরবর্তী সময়ে অন্য সদস্য অথবা সে নিজে বিভিন্ন কৌশলে চা, পানি, জুস, ডাব, শরবত বা খুরমা খেজুরের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়াইয়ে যাত্রীদের অজ্ঞান করতঃ তাদের সর্বস্ব লুট করে নেয়।
এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের দলের আরো কয়েকজন পলাতক রয়েছে যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
ইতোপূর্বে ২০০৮ সালে তাদের দলের ৮ সদস্য হজ্জ্ব পালনের বেশে সৌদি আরবে গমন করে এবং হজ্জ্ব যাত্রীদের পকেট হতে টাকা মারার সময় হাতে নাতে গ্রেফতার হয়। সৌদি পুলিশ তাদেরকে বিপুল পরিমান টাকাসহ গ্রেফতার করেছিল।