Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবদের কোচ হওয়া নিয়ে যা বললেন ভেট্টোরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


মাশরাফি ও সাকিবদের জন্য নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করেছে বিসিবি। পেস বোলিং কোচ হলেন দক্ষিণ সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্ট ও স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

এসদিকে সাকিবদের বোলিং কোচ হতে পেরে আনন্দিত ভেট্টোরি।ছাড়াও তাদের মতো স্পিনারদের ছাত্র হিসেবে পেয়েও সন্তুষ্ট তিনি।

এ বিষয়ে ভেট্টোরি বলেছেন, ‘সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং অন্য উঠতি তরুণদের সঙ্গে কাজ করাটা হবে আনন্দের। অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চাই।’

বাংলাদেশকে নিয়েও তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করি। দেশটি সফরে অনেক ভালো কিছু স্মৃতি আছে। এ দলটা উঠে আসছে এবং অভিজ্ঞতার সঙ্গে সম্ভাবনা রয়েছে অনেকের।’

ভেট্টোরি টাইগার দলে যোগ দিবেন নভেম্বরে। ভারত সফর থেকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে কাজ করবেন তিনি। তাঁর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। মানে ১০০ দিনের জন্য সাকিবদের দায়িত্ব নিচ্ছেন তিনি।

Bootstrap Image Preview