স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান।
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন টাইগার দলের দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। খেলার ৬ ওভারের মাথায় প্রদীপের বলে এলবিডব্লিউ আউট হন সৌম্য। ব্যাট হাতে তিনি এই ১১ রান করেছেন।
সৌম্যর আউটের চাপ না কমতেই ৯ ওভারের মাথায় উদানার বলে ইন সাইড বোল্ড আউট হন তামিম। তাঁর ব্যাট থেকে আসে ১৯ রান।
আজ টাইগার দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। পেসার রুবেল হোসেনকে বসিয়ে নেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।
বাংলাদেশের একাদশঃতামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।