Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল তরুণের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর যাত্রাবাড়ীতে রিফাত হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) দুপুরে যাত্রাবাড়ীর দক্ষিণ শেখডির চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। রিফাতের বন্ধুদের বরাত দিয়ে তার পরিবার জানায়, দুপুরে সিনিয়র-জুনিয়রকে কেন্দ্রে করে রাকিব ও মহসিনসহ তিন যুবকের সঙ্গে রিফাতের বাগবিতণ্ডা হয়। এরপর তারা মিলে রিফাতকে ছুরিকাঘাত করলে সে মারা যায়। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে রিফাত ছিল তৃতীয়।

এএসআই আব্দুল খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview