গরু মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে, গরু থেকে আপনার ভবিষ্যৎ জেনে নিন। ভারতের কংগ্রেস দলের নেত্রী প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র ফেসবুকে এক পোস্টে আজ এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী রবার্ট ভদ্র এক ফেসবুক পোস্টে আজ বলেছেন, তিনি ভারতের বৈচিত্র্য এবং বহুমুখিতার জন্য ভারতকে ভালবাসেন।
এছাড়া তিনি ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দাবি করেছেন, গরু মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে।
৫০ বছর ব্যবসায়ী রবার্ট ফেসবুকে লিখেন, আপনি রাস্তায় বেরোতে পারেন এবং অনেক কিছু শিখতে পারেন... আপনি মানুষকে সাহায্য করতে পারেন এবং তাদের হাসির মাধ্যমে সে উপলব্ধি দেখতে পারেন এবং বিনিময়ে গোলাপ পেতে পারেন।
এছাড়া পোস্টে তিনি আরও লিখেন, আপনি পবিত্র গরুর মাধ্যমে আপনার ভবিষ্যৎ সম্পর্কেও জেনে নিতে পারেন।
শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রবার্ট একটি গাড়িতে বসে আছেন এবং এক পুরোহিতকে জিজ্ঞেস করছেন, এটি ( গরু) কি আমাকে সব বলতে পারে?
এর জবাবে ওই পুরোহিত বলেন, হ্যাঁ, সে (গরু) সবকিছু বলতে পারবে এবং তোমায় আশীর্বাদ করবে।