বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সত্য কথাও আজ সরকারের কাছে ‘গুজব’। সবকিছুকে তারা ‘গুজব’ বলে চালিয়ে দেন। দেশজুড়ে ডেঙ্গুর মহামারি চলছে অথচ তারা বলছেন ‘গুজব’। বর্তমান সরকারের অর্থমন্ত্রী ডেঙ্গুর ভয়ে অফিসে যান না। এটাও কী ‘গুজব’? দেশের লাখ লাখ মানুষ বন্যার পানিতে ভাসছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অথচ তারা বলছে এসব ‘গুজব’।
রবিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, সরকারের প্রতিহিংসার শিকার হয়ে আজ খালেদা জিয়া মিথ্যা মামলায় জেল খাটছেন। অথচ অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন, শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
পরে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে মেলান্দহ ও জামালপুর সদরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।