Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে ভূমিধসে ১৮ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

মিয়ানমারের পুলিশ জানিয়েছে, রোববার ভোরে খনিতে ভূমিধসে এক পুলিশ সদস্যসহ ১৪ নিহত হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে।নিখোঁজ ব্যক্তিদেরও মৃত্যু হয়েছে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ।

কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় জেড খনিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। গত এপ্রিলে হপাকান্তের খনি এলাকার একটি পুকুরের উঁচু পাড় ধসে ৫৫ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল। মে থেকে অক্টোবর পর্যন্ত মিয়ানমারে বর্ষা মৌসুম চলে। এ সময়টিতে হপাকান্তের সব খনিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল মিয়ানমার সরকার।

কিন্তু ওই এলাকার লোকজন জানিয়েছে, জেড খনির পাশে স্তূপ করে রাখা মাটি ও কাদার মধ্যে জেড পাথর খুঁজে বেড়ানো বন্ধ করেনি অনুসন্ধানীরা। যার কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview