Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুশফিকের ৬ হাজার রান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মালিক হলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আজ কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। 

বিশ্বের ৬১তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করলেন ২১৫তম ম্যাচ খেলতে নামা মুশি।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ২১৪ ম্যাচের ২০০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে মুশফিকের রান ছিল ৫৯৯২। ফলে ৬হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৮ রান প্রয়োজন ছিলো তার।

 বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে শ্রীলংকার অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়ার দ্বিতীয় বল স্কয়ার লেগে পাঠিয়ে দিয়ে ১ রান নিয়ে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

মুশফিকের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৬ হাজার রান করেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

Bootstrap Image Preview