Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য উস্কানি দেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য কিছু প্রতিষ্ঠান উস্কানি দিচ্ছে। রোহিঙ্গাদের রাখার মাধ্যমে তারা ফায়দা নিতে চায়।

রোববার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট: চ্যালেঞ্জ ও স্থায়ী সমাধান’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে, তারা চায় রোহিঙ্গারা এখানে থাকুক, তাহলে ফায়দা লোটা যাবে। তারাই রোহিঙ্গাদের এখানে থাকার জন্য উৎসাহ বা উস্কানি দিচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে না গেলে সমস্যার সমাধান হবে না। আপনাদের বুঝতে হবে, মিয়ানমারেও বহু মুসলমান আছে। তবে, রোহিঙ্গারা এখন নানা বায়না ধরেছে। তারা এখানে থাকলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে, ভবিষ্যৎ নষ্ট হবে। যাই হোক, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের ফেরত পাঠাতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শোকো ইশিকাওয়া, মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি বেনজির আহমেদ, ইউএনএইচসিআর’র সহকারী আঞ্চলিক প্রতিনিধি অ্যালেস্টার বোল্টেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview