যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফুড ফেস্টিভ্যালে স্থানীয় সময় রবিবার একজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ওই হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্যান জোসের দক্ষিণে তিনদিনব্যাপী গিলরয় গার্লিক ফেস্টিভ্যালের শেষদিনে ওই হামলার ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফেস্টিভ্যালে আসা মানুষজন হতবিহ্বল হয়ে দৌড়াচ্ছে আর এসময় পেছন থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে।
আরেকটি ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, কী হচ্ছে? কে এই বা গার্লিক ফেস্টিভ্যালে গুলি চালাবে?
ইভেনি রেয়েস নামে ১৩ বছর বয়সী এক শিশু স্থানীয় স্যান জোস মারকারি নিউজকে বলেন, আমি প্রথমে ভেবেছিলাম আতশবাজির শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আমি একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই।
রেয়েস বলেন, আমি ফেস্টিভ্যাল থেকে চলে যাচ্ছিলাম।এসময় একজন ব্যক্তির পায়ে রুমাল বাঁধা দেখতে পাই। কারণ তার পায়ে গুলি লেগেছে। তিনি বলেন, আহত হয়ে একটি শিশুকেও মাটিতে পড়ে থাকতে দেখেছি। মানুষজন পালানোর জন্য টেবিল সরাচ্ছিল ও তার কাটছিল।