রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাই সহ নানান অপরাধের একাধিক মামলা রয়েছে।
পুলিশ আটকদের মধ্যে ৮ জনকে দুর্ধর্ষ হিসেবে চিহ্নিত করেছে। দুর্ধর্ষ এই এই আটজন ‘লেভেল হাই’ ও ‘লারা দে’ গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুর্ধর্ষ ৮ কিশোর গ্যাং সদস্যরা হলো- জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি নাঈম, মানিক ও মীম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় তারা গ্যাং তৈরি করে নানা আইনবিরোধী কাজ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’