Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোল্ড আউট হয়ে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ১২:০০ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বোল্ড হয়ে সাজঘরে ফিরেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান 
তামিম ইকবাল। প্রথম ম্যাচেও বোল্ড হয়েছিলেন তিনি। এমনকি সর্বশেষ ছয় ইনিংসের সবক’টিতেই বোল্ড হয়েছেন তামিম। 

গতকাল লংকানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোল্ড হয়ে লজ্জার রেকর্ডই করলেন তামিম।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৩১বার বোল্ড হলেন তামিম। ২০৩ ম্যাচে ২০১ ইনিংসে ৩১ বার বোল্ড হলেন তিনি। সবচেয়ে বেশি বোল্ড হবার ক্ষেত্রে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পর্শ করেছিলেন তামিম। গতকাল ম্যাশকে ছাড়িয়ে গেছেন তিনি।

মাশরাফি ২১৭ ম্যাচের ১৫৬ ইনিংসে ৩০ বার বোল্ড হন। মাশরাফির সমান আছে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব ২০৬ ম্যাচের ১৯৪ ইনিংসে ৩০বার ও মাহমুদুল্লাহ ১৮৪ ম্যাচের ১৫৯ ইনিংসে ৩০ বার বোল্ড হন।

Bootstrap Image Preview