Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নগর চাবি উপহার নিতে চট্টগ্রাম যাচ্ছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফম্যান্সের জন্য নগর চাবি উপহার পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল মঙ্গলবার তাকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। 

আগামীকাল বিকালে এমএ আজিজ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হবে। বর্ণিল আয়োজনে তার হাতে নগর চাবি তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

সাকিবকে নগর চাবি উপহার দেওয়ার প্রসঙ্গে মেয়র আ জ ম নাছির উদ্দীন  বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

Bootstrap Image Preview