আগামী পহেলা আগস্ট থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের প্রথম টেস্ট বিশ্বকাপ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চলবে প্রায় দু’ বছর ধরে। এর আগে টেস্টের সেরা দল নির্বাচিত হত টেস্ট র্যাংকিং -এর মাধ্যমে।
১ এপ্রিলে যে দল আইসিসি-র টেস্ট র্যাংকিং -এ শীর্ষে থাকত তার হতেই তুলে দেওয়া হত এই সম্মান। তবে এবার থেকে তা হবে না। পড়তে থাকা টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাকে আবার নতুন করে তুলে ধরতে আইসিসি-র এটা নতুন উদ্যোগ।
টেস্ট খেলা প্রথম ৯টি দেশকে নিয়ে এই চ্যাম্পিয়নশিপ হবে এক অভিনব পদ্ধতিতে। দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়বে এবার থেকে। কারণ ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ অবধি প্রতিটা দ্বিপাক্ষিক সিরিজ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ।
প্রতি সিরিজের মোট পয়েন্ট হবে ১২০। অর্থাৎ দুটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ৬০ আবার সিরিজে পাঁচটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ২৪। এই দুই বছরে প্রতিটা দল খেলবে ছয়টি সিরিজ। প্রতিটা দলের কাছে সুযোগ থাকবে মোট ৭২০ পয়েন্ট সংগ্রহ করার। তবে টেস্ট ম্যাচ ড্র হতেই পারে।
যদি ড্র হয়ে তাহলে দুই ম্যাচের সিরিজে দুটি দল পাবে ২০ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজ হলে পাবে ১৩.৩ পয়েন্ট, চার ম্যাচের সিরিজ হলে পাবে ১০ পয়েন্ট এবং পাঁচ ম্যাচের সিরিজ হলে পাবে ৮ পয়েন্ট। তবে ম্যাচ যদি টাই হয় তাহলে সেই ম্যাচের মোট পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে। ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের ওপরে থাকবে তাদের মধ্যে জুন মাসে হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল লর্ডসে।