Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস আগামী ১৫ আগস্ট পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তার পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। 

রবিবার (২৮ জুলাই)এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘দেশের জন্য মহান দায়িত্ব পালন করায় আমি ড্যানকে ধন্যবাদ জানাচ্ছি। শীঘ্রই গোয়েন্দা বিভাগের একজন ভারপ্রাপ্ত পরিচালকের নাম ঘোষণা করা হবে।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প গোয়েন্দা প্রধানের পদে টেক্সাসের কংগ্রেস সদস্য জন রেটক্লিফকে মনোনয়ন দিতে চলেছেন। তার প্রশংসা করে ট্রাম্প বলেন, রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন।

জানা যায়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে ড্যান কোটস এবং ট্রাম্পের মধ্যে মতবিরোধ ছিল। জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এবং এনএসএ-সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর।

কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি সদয় ছিলেন না ট্রাম্প। এছাড়া, গোয়েন্দা সংস্থাগুলোর প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়মিত কর্তৃত্ব ফলানোর চেষ্টায় বিরক্ত ছিলেন ড্যান। এ কারণে বিভিন্ন ইস্যুতে ড্যান কোটসের মূল্যায়ণকে প্রতিনিয়ত অবজ্ঞা করে গেছেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হুমকি বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের মূল্যায়ণকে নিস্ত্রিয় এবং হাস্যকর বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ড্যান কোটস ছাড়াও এর আগে হোয়াইট হাউস ছেড়েছেন বেশ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা। এই তালিকায় রয়েছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা এক পদত্যাগপত্রে ড্যান কোটস বলেন, ‘আমেরিকার গোয়েন্দা সম্প্রদায় আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এর ফলে আমি বিশ্বাস করি যে, আমার এখন জীবনের পরবর্তী অধ্যায় শুরু করা উচিত।’

এর আগে গত ফেব্রুয়ারিতে একবার পদত্যাগ করতে চেয়েছিলেন ড্যান কোটস। দু'জনের মধ্যে পররাষ্ট্র নীতি বিষয়ে বিভিন্ন মতপার্থক্য থাকা সত্বেও তখন তাকে এই পদে থাকার জন্য অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Bootstrap Image Preview