Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু টেস্ট না করেই রিপোর্ট, জরিমানা ১৭ লাখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডেঙ্গু রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহের পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, এখানে কেঁচো খুঁড়তে এসে সাপ বেড়িয়েছে। ডেঙ্গুর পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার বেশি নেওয়া হচ্ছে কি না সেটি তদারকি করতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আসি আমরা। ডেঙ্গুর ফি এখানে সঠিক নিয়মে নেওয়া হলেও হাসপাতালের ল্যাবে গিয়ে মেলে ভয়াবহ চিত্র।

এখানে দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে সংগৃহীত নমুনা কোনো ধরণের পরীক্ষা না করেই তৈরি করা হয়েছে অসংখ্য রিপোর্ট। আবার কোনো পরীক্ষার জন্য ৭২ কিংবা ৪৮ ঘণ্টা সময় লাগলেও নমুনা সংগ্রহের ১২ ঘণ্টা পরেই তৈরি করা রিপোর্ট রোগীদের সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেয়াদোর্ত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অনুমোদনহীন ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় অভিযানে।

তিনি বলেন, তাদের সতর্ক করা হয়েছে। প্রথমবার ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর সংশোধন না হলে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দেয়, ডেঙ্গুর তিনটি পরীক্ষার মধ্যে দুটিতে সর্বোচ্চ পাঁচশ টাকা এবং একটির জন্য চারশ টাকা নেয়া যাবে। তবে রাজধানীর হাসপাতালগুলোর কেউ কেউ এই নির্দেশনা না মেনে অতিরিক্ত টাকা আদায় করছে।

Bootstrap Image Preview