জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে জুয়ার আসরে যাওয়ার অভিযোগ নতুন নয়। সেই ঘটনার আবার পুনরাবৃত্তি এই সাবেক অধিনায়ক।
কলম্বোর একটি ক্যাসিনোতে সুজনকে জুয়া খেলতে দেখা গেছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কলম্বোর শহরটি এমনিতেই ক্যাসিনোর জন্য বিখ্যাত। এখানে নামকরা সব ক্যাসিনো রয়েছে।
গোপনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কলম্বোর জনপ্রিয় একটি জুয়ার আসর ‘বেলিস ক্যাসিনো’তে সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে। যাতে আরও বেশ কয়েকজন মানুষকে দেখা যায়।
স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছে । এখন মান রাখার ম্যাচে আগামী ৩১ তারিখ শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।
কিন্তু এর মাঝে দলের ম্যানেজারের ক্যাসিনোতে জুয়া খেলা কতটা ইতিবাচক? এই ধরণের কর্মকাণ্ড কি খেলোয়াড়দের উপর খারাপ প্রভাব ফেলে না?