গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট দলের কোচ খালেদ মাহমুদ সুজনের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কলম্বোর একটি ক্যাসিনোতে জুয়া খেলায় ব্যস্ত মানুষের পাশে বসছেন তিনি।
এই ভিডিও নিয়ে রীতিমত চারিদিকে বইছে সমালোচনার ঝড়। এবার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সুজন বলেন, আমার এক বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম। ক্ষুধা পেয়েছিল বলে সেখানে যাই খাওয়ার জন্য। ক্যাসিনোতে শুধু কার্ড খেলা হয় না, খাবারও পাওয়া যায়। সে কারণেই ওখানে যাই।
ক্যাসিনোতে যাওয়া খালেদ মাহমুদ সুজনের ভিডিও কেউ একজন মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় এ নিয়ে শুরু হয় সমালোচনা।
আর সেই সমালোচনার বিষয় নিয়ে খালেদ মাহমুদ বলেন, আমি জানি, আমি কেন সেখানে গিয়েছিলাম। কার্ড খেলার তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জাতীয় দলের সিরিজ চলছে; কোচ হিসেবে আমার সমস্ত মনোযোগ সেখানে। ক্যাসিনোতে এক বাঙালি ছিলেন। তিনি আমার কাছে কার্ড চাইলে তাকে কার্ডও দিই। ব্যস, এইটুকুই। এখন এ নিয়ে যদি ফেসবুকের মতো জায়গায় আলোচনা-সমালোচনা হয়, তাতে আমার কী করার আছে?