Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে মাহমুদউল্লাহকে একাদশে নেওয়ায় সাকিবের সাথে মাশরাফির মনমালিন্য হয়েছিলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


গত ১০ ম্যাচে মাত্র একটি অর্ধশত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের মাটিতে শেষ হওয়া বিশ্বকাপে নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারেননি তিনি। প্রায় প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। 

বিশ্বকাপ থেকে ফিরে শ্রীলংকা সিরিজেও সেই হতাশার ব্যাটিং দুই ম্যাচে তাঁর মোট রান নয়। এমন ব্যর্থতায় যখন ডুবে আছেন মাহমুদউল্লাহ তখন তাকে নিয়ে নাকি  সাকিব ও মাশরাফির মধ্যে মনমালিন্য হয়েছিলো।

হ্যাঁ, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২০ বলে টাইগারদের ১৯০ রান দরকার ছিলো। সেই ম্যাচে ৪১ বলে ২৮ রান করেছিলেন মাহমুদউল্লাহ। এমন স্লো ইনিংস  খেলার দায়ে পরের ম্যাচ গুলোতে মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশ থেকে বাইরে রাখতে চেয়েছিলেন সহ অধিনায়ক সাকিব আল হাসান, কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না ।
 
ফলশ্রুতিতে পরবর্তী ম্যাচ গুলোর টিম প্ল্যানিং থেকে সাকিব নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।

Bootstrap Image Preview