আসন্ন বিপিএলের সপ্তম আসর শুরুর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স।আগামী চার মৌসুমের জন্য এই দুটি দলের ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি। সেজন্য আনুষ্ঠানিকভাবে আগ্রহীদের নাম জমা দিতে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এই প্রসঙ্গে সুজন বলেন, ‘আসলে আমরা দুটি দলের অংশগ্রহণের বিষয়ে সংশয়ে আছি। তারা শেষ পর্যন্ত আগের মালিকানায় অংশ নেবে কি-না, আমরা সন্দিহান। তাই আমরা নতুন মালিকানার খোঁজ করেছি।’
তিনি আরও বলেন, চিটাগং ভাইকিংস আর কন্টিনিউ করবে না। আমাদের প্রথম লটে এটাই ছিল শেষ বছর। ওরাই একমাত্র দল যারা জানিয়েছে বিপিএলে আর থাকছে না। আজ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিয়েছি। কেউ আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর সপ্তম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে আর ৬ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।