Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেস্ট বিশ্বকাপের এই তথ্য গুলো জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


৯টি টেস্ট খেলুড়ে দলকে নিয়ে শুরু হচ্ছে টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপ। দলগুলো হলো- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির পূর্ণ সদস্য হলেও এই চ্যাম্পিয়নশীপে খেলতে পারবে না আফগানিস্তান-আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে।

১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। আগামী দু’বছরে ২৭টি সিরিজে ৭১টি টেস্ট খেলবে দলগুলো। ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের পদ্ধতির পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে তাদের মধ্যে ১০-১৪ জুন মাসে হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। যা হবে ইংল্যান্ডের লর্ডসে।

নিয়মনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য থাকছে পয়েন্টের ব্যবস্থা। প্রতি সিরিজে সর্বমোট ১২০ পয়েন্ট থাকবে। অর্থাৎ দুই ম্যাচের সিরিজ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ৬০। সেখানে বিজয়ী দল পাবে পুরো ৬০ পয়েন্ট। হেরে যাওয়া দল শুন্য হাতে ফিরবে। ম্যাচ টাই হলে ৩০ করে পয়েন্ট পাবে দু’দল। ড্র হলে ২০ করে পয়েন্ট পাবে।

আবার তিন ম্যাচের সিরিজ হলে এক একটি ম্যাচে বিজয়ী দল পাবে ৪০ পয়েন্ট। হেরে যাওয়া দল শুন্য হাতে ফিরবে। ম্যাচ টাই হলে ২০ করে পয়েন্ট পাবে দু’দল। ড্র হলে ১৩ দশমিক ৩ করে পয়েন্ট পাবে।
চার ম্যাচের সিরিজ হলে এক একটি ম্যাচে বিজয়ী দল পাবে ৩০ পয়েন্ট। হেরে যাওয়া দল শুন্য হাতে ফিরবে। ম্যাচ টাই হলে ১৫ করে পয়েন্ট পাবে দু’দল। ড্র হলে ১০ করে পয়েন্ট পাবে।

পাঁচ ম্যাচের সিরিজ হলে এক একটি ম্যাচে বিজয়ী দল পাবে ২৪ পয়েন্ট। হেরে যাওয়া দল শুন্য হাতে ফিরবে। ম্যাচ টাই হলে ১২ করে পয়েন্ট পাবে দু’দল। ড্র হলে ৮ করে পয়েন্ট পাবে।

নয় দলের কতগুলো টেস্ট এবং কার বিপক্ষে খেলবে না :
দল    ম্যাচ    কার বিপক্ষে খেলবে না
অস্ট্রেলিয়া    ১৯    শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ    ১৪    ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ড ২২    বাংলাদেশ ও নিউজিল্যান্ড
ভারত    ১৮    পাকিস্তান ও শ্রীলংকা
নিউজিল্যান্ড    ১৪    ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান    ১৩    ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকা    ১৬    বাংলাদেশ ও নিউজিল্যান্ড
শ্রীলংকা    ১৩    অস্ট্রেলিয়া ও ভারত
ওয়েস্ট ইন্ডিজ    ১৫    অস্ট্রেলিয়া ও পাকিস্তান

Bootstrap Image Preview