ভারতের উত্তরপ্রদেশের চন্দওলি জেলায় 'জয় শ্রী রাম' না বলায় খালিদ নামে এক মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ধর্মীয় এই স্লোগান দিতে ওই কিশোরকে বাধ্য করার অভিযোগ অস্বীকার করছে রাজ্য পুলিশ।
রবিবার ( ২৮ জুলাই) আগুন দেওয়ার ঘটনায় মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ১৫ বছর বয়সী ওই মুসলিম কিশোরের মৃত্যু হয়।
জানা যায়, ওই কিশোরের গায়ে আগুন দেওয়ার পর গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই কিশোর রাজ্যের কবির চওরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।
মারা যাওয়ার আগে হাসপাতালে দেওয়া বয়ানে সে জানায়, তাকে জয় শ্রী রাম বলতে জোর করা হয়েছিল। তা না-বলায় তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে চন্দওলি জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার সিং বলেন, ওই কিশোর একেক জনের কাছে একেক ধরনের বক্তব্য দিয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। তবে যে সেতু থেকে তাকে অপহরণ ও যেখানে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেসব স্থানের ভিডিও ফুটেজে তাকে দেখতে পাওয়া যায়নি।
এদিকে চন্দওলি জেলা পুলিশের জ্যেষ্ঠ এই কর্মকর্তার দাবি, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ওই কিশোর নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। সূত্র : ইন্ডিয়া ট্যুডে