Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গুর কাছে হেরে গেলেন ভাইস প্রিন্সিপাল ফারজানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন ফারজানা হোসেন নামে এক শিক্ষিকা মারা গেছেন।

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে। যার মধ্যে ছয়জনই নারী।

ফারজানা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন।

ফারজানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল খান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে ফারজানার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।

Bootstrap Image Preview