ভারতীয় এক ব্যক্তিকে সাপে কামড়ানোর পর তিনি প্রতিশোধ নিতে ওই সাপটিকে পাল্টা কামড় দেন এবং সাপটিকে হত্যা করেন।
সোমবার (২৯ জুলাই) ওই ব্যক্তির বাবা এ তথ্য জানিয়েছেন।
রাজকুমার নামের ওই ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশে। গত রোববার রাতে তিনি বাসায় বসে মদ পান করছিলেন। এসময় একটি সাপ তার ঘরে ঢুকে তাকে কামড় দেয় বলে জানান রাজের বাবা বাবুরাম।
বাবুরাম বলেন, একটি সাপ রাজকে কামড় দেয়। তখন প্রতিশোধ নিতে সাপটিকে কামড় দেয় রাজ এবং চিবিয়ে টুকরো টুকরো করে ফেলে।
পরে রাজের পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজের অবস্থা আশঙ্কাজনক। রাজকে যে সাপটিকে কামড় দেয় সেটি একটি র্যাট স্নেক বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সাপ সাধারণত বিষধর হয় না।
রাজকুমারের চিকিৎসক এনপি সিং বলেছেন, এটা নিশ্চিতভাবেই অদ্ভুত। আমি বহু মানুষকে সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে দেখেছি। কিন্তু এমন কাউকে দেখিনি যে সাপকে কামড়িয়েছে এবং সেটিকে ব্যাগে করে নিয়ে এসেছে।