Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন ভারতীয় ওপেনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দুই টেস্টে ৩ ইনিংসে ২৩৭ রান করে খবরের শিরোনাম হয়েছিলেন পৃথ্বী শ'। কিন্তু এবার খেলা নয়, ডোপিংকাণ্ডে নাম জড়িয়ে আসলেন আলোচনায়।  এ অভিযোগে পৃথ্বীকে আট মাস নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত ১৬ জুলাই পৃথ্বী শ’কে অভিযুক্ত করা হয়েছে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য৷ BCCI Anti-Doping Rules (ADR)-এর ২.১ ধারা অনুযায়ী বিচার না-হওয়া পর্যন্ত পৃথ্বীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পৃথ্বী শ ADR-র অভিযোগ স্বীকার করে নিয়ে জানিয়েছেন, এটা অনিচ্ছাকৃত। সর্দির জন্য কাশির সিরাপ খেয়েই এটা হয়েছে।’

বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, ‘বিসিসিআই পৃথ্বী শ-এর ব্যাখ্যায় সন্তুষ্ট যে, ও টার্বাটালাইন শ্বাসজনিত সংক্রমণের চিকিৎসার জন্য অনিচ্ছাকৃতভাবে এটি গ্রহণ করেছিল এবং পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ হিসেবে ব্যবহার করেননি। সমস্ত প্রমাণ সাপেক্ষে এবং বহিরাগত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিসিসিআই পৃথ্বী শ’র ব্যাখ্যাটি মেনে নিচ্ছে ADRV-এর অভিযোগ অনুযায়ী। তার ভিত্তিতে ওকে আট মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।’

Bootstrap Image Preview