Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্ধকের বেশি মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প 'বর্ণবাদী'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন 'বর্ণবাদী' ব্যক্তি বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেকের বেশি নাগরিক। মঙ্গলবার (৩০ জুলাই) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানানো হয়। যদিও ট্রাম্প এরই মধ্যে নিজেকে বিশ্বের সবচেয়ে কম বর্ণবাদী মানুষ বলে দাবি করেছেন।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেই জরিপে অংশ নেওয়া প্রায় ৫১ শতাংশ নাগরিক মনে করেন, ট্রাম্প একজন বর্ণবাদী। অপর দিকে ৪৫ শতাংশের মানুষ বিষয়টি মানতে নারাজ।

বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, জরিপে শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্ণবাদী বলে দাবি করেছেন। যদিও এদের ৫০ শতাংশের বিশ্বাস- তিনি কখনই বর্ণবাদী নন। এ দিকে ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গের দাবি, ট্রাম্প বর্ণবাদী। তবে তিনি বর্ণবাদী নয় বলে মনে করেন ১১ শতাংশ।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের করা সেই জরিপে মার্কিন পুরুষদের তুলনায় দেশটির বেশিরভাগ নারীই এরই মধ্যে প্রেসিডেন্টকে একজন বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন। যেখানে ৫৫ শতাংশ পুরুষ মনে করেন তিনি বর্ণবাদী নন। বাকি ৪১ শতাংশের দাবি ট্রাম্প একজন বর্ণবাদী। যদিও নারীদের ক্ষেত্রে ৫৯ শতাংশই ট্রাম্পকে বর্ণবাদী বলার পক্ষেই নিজেদের ভোট দিয়েছেন। অপর দিকে ৩৬ শতাংশ মনে করেন তিনি বিশ্বের সবচেয়ে কম বর্ণবাদী মানুষ।

অপর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এরই মধ্যে নিজেকে বর্ণবাদী নন বলে দাবি করেছেন। একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'বিশ্বের যেকোনো স্থানের মানুষের চেয়ে আমি সবচেয়ে কম বর্ণবাদী। আমার বিশ্বাস, আমাদের এসব কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল আফ্রিকান-আমেরিকানরা অনেক খুশি হচ্ছেন।'

Bootstrap Image Preview