Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলিম ব্যক্তি খাবার পৌঁছে দেবেন বলে অর্ডার বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অনলাইনে খাবার অর্ডার দেওয়ার পর মুসলিম ব্যক্তি সেই খাবার পৌঁছে দেবেন জানতে পেরে অর্ডার বাতিল করলেন অমিত শুক্লা নামের এক হিন্দু ব্যক্তি। 

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার রাতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোতে খাবার অর্ডার করেন অমিত শুক্লা নামের এক ব্যক্তি। তিনি ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা।

কিন্তু খাবারের অর্ডার দিয়ে তিনি যখন জানতে পারলেন একজন মুসলিম লোক আসছেন তাঁকে খাবার পৌঁছে দিতে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে খাবারের অর্ডার বাতিল করে দেন।

জানা গেছে, খাবারের অর্ডার বাতিল করে দিতে চেয়ে জোমাটোর গ্রাহক পরিসেবায় বার্তাও পাঠান অমিত। বার্তায় তিনি জানান, ওই মুসলিম ব্যক্তির পৌঁছে দেওয়া খাবার মুখে তুলবেন না তারা। বদলে দিতে হবে ডেলিভারি পার্সনকে।

এমন গোঁড়ামির জবাব দিয়েছে জোমাটো। তারা জানিয়েছে, খাবারের কোনও ধর্ম নেই, খাবার নিজেই একটা ধর্ম।

Bootstrap Image Preview