Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুর মুখ থেকে বের হলো ৫২৬টি দাঁত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাত্র সাত বছরের শিশুর মুখ থেকে বের করা হলো ৫২৬টি দাঁত। ভারতের চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে এক বিরল অস্ত্রোপচারে সেই দাঁত বের করা সম্ভব হয়েছে। 

জানা গেছে, শিশুটির ডান দিকের চোয়ালে চরম যন্ত্রণা হচ্ছিল। তাই তাকে নিয়ে হাসপাতালে যান সাত বছরের শিশুর অভিভাবকরা। শিশুর মুখে ৫২৬ টি দাঁত দেখে হতবাক চিকিত্সৎকরাও। এরপরই এই বিরল অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার সফল করে চিকিত্সৎকরা জানান, চোয়ালে অদ্ভূত রকমের একটা ফোলা ভাব ছিল ছোট্ট শিশুটির। আর তার জেরেই হচ্ছিল যন্ত্রণা। এরপর চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের পর দেখা যায়, মুক্তার দানার মতো ছোট ছোট দাঁত বেরিয়ে এসেছে শিশুর মুখ থেকে। একটি রোগের জন্যই এই ঘটনা ঘটেছিল।

বিরল এই রোগের নাম ‘কম্পাউন্ড কম্পোজিট ওন্ডোটম’। অস্ত্রোপচারের ৩ দিন পর একদম সুস্থ হয়ে যায় সে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশুর চোয়াল অস্ত্রোপচার করে দেখা যায়, ভিতরে একটি থলির মত রয়েছে, যার ওজন ২০০ গ্রাম। সেটি আস্তে করে বের করে ফেলা হয়। আর তাতেই ছিল ৫২৬টি দাঁত।

ছোট, বড়, মাঝারি সব মিলিয়ে। কয়েকটা দাঁত একেবারেই ছোট, দানার মত। পাঁচ ঘণ্টা ধরে সেই অস্ত্রোপচার হয়েছে।

Bootstrap Image Preview