Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদি ও ইমরান দু’জনেই ভালো মানুষ: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


ফের কাশ্মীর নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ভারত ও পাকিস্তান বহু যুগ ধরে চলা এক সমস্যা নিয়ে জর্জড়িত। আর সে ব্যাপারে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি সাহায্য করতে আগ্রহী। যদি তাদের সাহায্য লাগে।

সম্প্রতি ওয়াশিংটনে এক সাংবাদিক বৈঠকে কাশ্মীর ইস্যুতে ভারতকে সাহায্য করা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়, সেই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের ইমরান খান দু’জনেই খুব ভালো মানুষ। যদি কাশ্মীরের ব্যাপারে আমার সাহায্য চান তারা আমি অবশ্যই এগিয়ে আসব। তবে পুরো বিষয়টাই তাদের মতামতের ওপর নির্ভর করছে।

ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ‘কাশ্মীর সমস্যা’ মেটাতে এবার আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দু’দেশের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা এই সমস্যা মেটানোর জন্য মধ্যস্থতাকারী হতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতদিন কাশ্মীর সমস্যায় আমেরিকা জানিয়ে আসত, যে এই সমস্যা দু’দেশের সমস্যা। তাই তাদের নিজেদের মধ্যেই তা মেটানো সম্ভব।

এবার এক ধাপ এগিয়ে ট্রাম্প জানালেন, যদি আমার সাহায্য চাওয়া হয়। তাহলে আমি দু’দেশের মধ্যস্থতাকারী হতে রাজি।

সোমবার পাক প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউসে এ কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পাক প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, আমার এ বিষয় কোনও সাহায্য লাগলে অবশ্যই জানাবেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কাশ্মীর সমস্যা সমাধানে তার সাহায্য চেয়েছেন বলে জানান তিনি।

Bootstrap Image Preview