Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনা পণ্যে ফের শুল্পারোপের ঘোষণা ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ১২:২০ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


চীনের আরও ৩০ হাজার কোটি ডলারের পণ্যে ১০ শতাংশ শুল্পারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ চরম রূপ নেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিবিসির খবরে বলা হয়েছে, স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন ক্যাটাগরির চীনা পণ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হতে যাচ্ছে।

এর আগেও চীনের কয়েক হাজার কোটি ডলারের রফতানি পণ্যে শুল্ক দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেইজিংও পরে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসায়।

ইতিমধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে চলতি বছরে দুই দেশের মধ্যে কয়েক দফার বৈঠকও হয়েছে। গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের সর্বশেষ দফা বৈঠকের পরই ট্রাম্প নতুন করে এ শুল্ক বসালেন।

এতে কার্যত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা সব চীনা পণ্যেই শুল্ক বসতে যাচ্ছে।

বৃহস্পতিবার টুইটারে ট্রাম্প নতুন এ শুল্কারোপের ঘোষণা দেন। চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে যে আগে থেকেই ২৫ শতাংশ শুল্ক আছে, তাও স্মরণ করিয়ে দেন তিনি। নতুন এ শুল্ক নিয়ে বেইজিংয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

সাংহাইয়ের বৈঠকের পর চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে গঠনমূলক আলোচনা চলছে জানিয়ে সেপ্টেম্বরে আরেক দফা বৈঠকের সূচি ঘোষণা করেছিল।

Bootstrap Image Preview