Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদের পর টাইগারদের ব্যস্ত সময়সূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের পর শ্রীলংকা সফর শেষ করেছে টাইগাররা। এই দুই মিশনেই চরম ব্যর্থ তাই ঈদের আগেই ক্রিকেটারদের সাথে বসতে চাই টিম ম্যানেজমেন্ট। কারণ এদ্দের পরেই টাইগারদের ব্যস্তা শুরু হয়ে যাবে। 

আইসিসি'র নুতন ফিউচার ট্যুর প্রোগ্রাম ( এফটিপি) শুরু হয়েছে। এফটিপির নতুন (২০১৯-২৩) সূচীতে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা শুরু হবে আগামী অক্টোবর থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। 

এই সিরিজ শেষে বিশ্রামের  নেওয়ার খুব একটা সময় পাবে না সাকিবরা। আফগানিস্তানের বিপক্ষে ১ টেস্ট  এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজে অবতীর্ন হতে হবে বাংলাদেশ দলকে। ১ সপ্তাহের বিশ্রাম শেষে টাইগাররা  ভারত সফরে ২টি টেস্ট এবং ৩টি টি-২০ খেলতে যাবে।

উল্লেখ্য এই সিরি সামনে রেখে আগামী ২০ আগস্ট থেকে টাইগারদের স্কিল ক্যাম্প শুরু করতে শুরু হবে।  

Bootstrap Image Preview