চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে ও দেশের কর্মকর্তাদের আলাপ আলোচনার মধ্যেই চীনের আরও ৩০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) টুইটারে ট্রাম্প নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন। চীনের ২৫ হাজার কোটি ডলারের পণ্যে আগে থেকেই ২৫ শতাংশ শুল্ক রয়েছে। ওই সব পণ্য নতুন ঘোষণার আওতায় পড়বে না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১০ শতাংশ শুল্ক ধাপে ধাপে ২৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
যেসব চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে সেগুলোর অন্যতম হচ্ছে স্মার্টফোন ও পোশাক।
যুক্তরাষ্ট্র এর আগেও চীনের হাজার হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যে শুল্ক আরোপ করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যে শুল্ক বসিয়েছে।
গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য উত্তেজনা হ্রাসের বিষয়ে সর্বশেষ দফা বৈঠকের পরই ট্রাম্প নতুন করে আরও ৩০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দিলেন। এ কারণে দুই দেশের আলোচনা প্রক্রিয়া কার্যত ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের এবারের ঘোষণার ফলে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা সব চীনা পণ্যেই শুল্ক বসতে যাচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।