শ্রীলংকা ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ঘটনা। টাইগারদের হোয়াইটওয়াশ করার সেই ম্যাচে কুশল মেন্ডিসকে ম্যাচ সেরা পুরস্কার হিসাবে Tvs Apache RR 310 দেওয়া হয়।
এমন পুরস্কার পাওয়ার আনন্দে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের মধ্যেই সতীর্থকে পিছনে বসিয়ে মাঠের মধ্যেই বাইক ছোটাচ্ছিলেন কুশাল। এর পরেই ঘটে বিপত্তি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পড়ে যান। চোটও লাগল তাঁর।
সিরিজ জিতে উঠেই পুরস্কার হিসাবে পাওয়া বাইক নিয়ে মাঠে চালাতে গিয়েছিলেন মেন্ডিস। তখনই মাঠের এক প্রান্তে বাঁক নিতে গিয়ে বাইক স্কিড করে যায়। ছিটকে পড়েন মেন্ডিস ও তাঁর সতীর্থ।
সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা লোকজন ছুটে আসেন। বড়সড় চোট না পেলেও বাইকের নিচে তাঁর পা আটকে যায়। তাঁকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল মাঠকর্মীদের।