Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫০ টাকা দিলেই পাওয়া যায় ধর্ষণের ‘টাটকা’ ভিডিও!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


৫০ টাকা থেকে ১৫০ টাকা দিলেই। হাতে অশ্লীল ভিডিও পাওয়া যায়। সিনেমার ভিডিও নয়, ওই টাকায় পাওয়া যাবে ধর্ষণের ভিডিও। কিছু মানুষের বিকৃত মানসিকতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে পর্নমুভিতেও মন ভরছে না, চাই ধর্ষণের ‘টাটকা’ ভিডিও।

জি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ, বাড়ছে এই অন্ধকার জগতের ব্যবসা। ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে ধর্ষণের এইসব ভিডিও।

অথচ এর বিরুদ্ধে প্রশাসন চুপ করে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের রাজধানী দিল্লির বুকে এমন ঘটনা সে দেশের সামনে প্রশ্ন তুলে দিয়েছে।

৩০ সেকেন্ড থেকে শুরু করে ৫ মিনিট দীর্ঘ এক-একটি ভিডিও বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকায়। ঠিকঠাক ‘সোর্স’ ধরতে পারলেই চলে দর কষাকষি। এরপর দরে পোষালেই হাতে চলে আসবে ধর্ষণের ভিডিও। বিক্রেতারা নিজেরাই পেনড্রাইভে করে দিয়ে দেবে। অথবা ক্রেতার স্মার্টফোনে তা ডাউনলোড করে দেওয়া হবে।

Bootstrap Image Preview