Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গায়ে মশারি জড়িয়ে মোটরসাইকেল চালানো যুবকের ছবি ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতে যেকোনও সময়ের তুলনায় বেশি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সম্প্রতি বেশ কয়েকজন মারা গেছেন, যাদের মধ্যে ডাক্তারও আছেন। হাসপাতালগুলোও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। মেডিসিন অনুষদের চিকিৎসকদের চেম্বারে লম্বা লাইন। ডেঙ্গু সন্দেহে আসছেন জ্বর হলেই। সবাই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত নন। সন্দেহবশত আসছেন তারা। কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাওয়ার আগেই চিকিৎসার আওতায় আসতে চান।

ডেঙ্গু আতঙ্কের মধ্যে রাজধানীর সড়কে মশারি পরে মোটরসাইকেল চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে তোলা।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বেশ কিছু যানবাহন চলছে। এর মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় মশারি দিয়ে মাথা ও শরীর ঢেকে স্কুটার চালাচ্ছেন। এ সময় কেউ একজন ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

কেউ কেউ বলছেন, ডেঙ্গুর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ।

আবার কেউ কেউ বলছেন, এটি পাতলা পলিথিনের রেইনকোট।

ছবিটি কে, কখন তুলেছেন সে বিষয়ে কিছু জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Bootstrap Image Preview