Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ডেঙ্গু নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানী ঢাকাসহ সর্বত্র ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে শনিবার (৩ আগস্ট) এ সতর্কতা জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশে সারাবছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। তবে এই মুহূর্তে দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেওয়া হলো।’

ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক ভ্রমণ করে থাকে। সে কারণে সবসময় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেওয়া তাদের নিয়মিত কাজের অংশ।

Bootstrap Image Preview