Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মিস ইংল্যান্ড’ হলেন বাঙালি কন্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview


‘মিস ইংল্যান্ড ২০১৯’ শিরোপা জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত ভাষা মুখোপাধ্যায় (২৩)। গত বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় লন্ডনের নিউক্যাসলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন ভাষা মুখার্জি।

বর্তমান বিশ্বসুন্দরী ভেনেসা পন্স ডি লিওন এবং সদ্য সাবেক মিস ইংল্যান্ড আলিশা কাউই ভাষা মুখার্জির মাথায় ‘মিস ইংল্যান্ড’র মুকুট পরিয়ে দেন।

ভারতে জন্মগ্রহণ করলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান ভাষা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তারা। অত্যন্ত মেধাবী এই তরুণী চিকিৎসক ৫টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তার আইকিউ লেভেল ১৪৬। তাই প্রাতিষ্ঠানিকভাবেই তিনি ‘জিনিয়াস’ উপাধি পেয়েছেন।

Bootstrap Image Preview