ছাত্রদের পড়ানোর জন্য সকাল সকাল স্কুলে এসেছিলেন এক শিক্ষক। ছাত্রদের পড়ানোর জন্য শ্রেণিকক্ষেও যান তিনি। কিন্তু পড়ানোর বদলে চেয়ারে বসেই তিনি ঘুমিয়ে পড়েন। অনেক ডেকে শিক্ষার্থীরা তার ঘুম ভাঙাতে ব্যর্থ হওয়ায় স্থানীয়রা এসে তাকে ডেকে তোলেন।
কিন্তু পরে সবাই জানতে পারে গত রাতে মদ খেয়ে পরের দিন ক্লাসে এসে তিনি ঘুমিয়ে পড়েন। আর এই শিক্ষকের ক্লাসে ঘুমানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের ছত্তিশগড় প্রদেশের যশপুর জেলায় এ ঘটনা ঘটে। জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ।
তবে এই ঘটনার পর বুধবার ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে জানায় যশপুর জেলার কর্মকর্তা নিলেশ কাসিরাসাগর।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।
তবে ওই শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।